New York 23 October 2025

এ মিজানের নতুন গান

এ মিজানের নতুন গান

NYM Desk

Published : 09:47, 2 July 2025

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে সংগীতের মাধ্যমে প্রতিবাদ জানালেন গীতিকার ও সুরকার এ মিজান। শিশু, নারীসহ নিরস্ত্র মানুষের ওপর ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মানবিক প্রতিবাদ হিসেবে তিনি রচনা করেছেন একটি গান। যার শিরোনামে উঠে এসেছে গাজার মানুষের যন্ত্রণা ও মৃত্যুকূপে পরিণত হওয়া জীবনের বাস্তব চিত্র।

‘পাখির মত উড়ছে শুধু গাজাবাসীর লাশ, কিছু মানুষ তাই দেখে হায় করছে হা-হুতাশ’-এমন শব্দমালায় গানটি লেখার পাশাপাশি এর সুরও করেছেন নিজেই। গানটিতে কণ্ঠ দিয়েছেন মো. মহিদুল ইসলাম। সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ।  ইতোমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটি একটি ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হবে।

এ সম্পর্কে এ মিজান বলেন, ‘দীর্ঘ বছর ধরেই ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করছে ইসরাইল। শিশুসহ প্রতিদিনই নিরস্ত্র মানুষকে হত্যা করছে তারা। গাজায় একদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার আবার অন্যদিকে মৃত্যু সবমিলিয়ে গাজা যেন বর্তমানে মৃত্যুকূপ। ইসরাইলের এমন বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমার এই গান। জানি না আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে। তবে সৃষ্টিকর্তা ফিলিস্তিনিদের নিরাপদ রাখুক। এই মানুষ হত্যার যুদ্ধ থেমে যাক-এ প্রার্থনাই করি।’

গায়ক মো. মহিদুল ইসলাম বলেন, ‘গাজার যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। তাদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই গান করেছি। আশাকরি গানটি মানুষের হৃদয়কে নাড়া দেবে।’

Share: