নিউইয়র্কে ফেনী সমিতির আনন্দঘন বনভোজন

Published : 19:45, 30 July 2025
নিউইয়র্কে ফেনী জেলা সমিতির আয়োজনে বেলমন্ট লেক স্টেট পার্কে এক আনন্দঘন ও উৎসবমুখর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ফেনী জেলার বিশিষ্টজন, স্থানীয় কমিউনিটির অ্যাক্টিভিষ্ট এবং নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণের মাধ্যমে বনভোজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।
নিউইয়র্কে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পিকনিকটি সফলভাবে সমাপ্ত হয়। পিকনিকটি সফলভাবে আয়োজনে ছিলেন- মেহেদী হাসান সায়মন, রফিকুল ইসলাম পাটওয়ারী, তামজিদ আবদুল্লাহ, মানিক চেয়ারম্যান, নাসির উদ্দিন কেশিয়ার, জসিম উদ্দিনসহ অনেকে।
এতে বিশিষ্টজনদের মধ্যে উপস্তিত ছিলেন-উগান্ডার কনস্যুলেট জেনারেল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সুমন, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, ফেনী জেলা সমিতির প্রথম সভাপতি বিশিষ্ট রাজনিতীবিদ সোলায়মান ভুইয়া, ফেনী জেলা সমিতির সাবেক সভাপতি রাজনিতীবিদ জসিম উদ্দীন ভুইয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার নাঈম টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদসহ অনেকেই।