যুক্তরাষ্ট্র ফেনী জেলা সমিতির সদস্য সংগ্রহ ও স্বল্পমূল্যে কবরের জায়গা বিক্রি

যুক্তরাষ্ট্র ফেনী জেলা সমিতির সদস্য সংগ্রহ ও স্বল্পমূল্যে কবরের জায়গা বিক্রি

Awal Chowdhury

Published : 19:27, 22 August 2025

মানুষের এই জীবনটা খুবই ছোট্ট ও সংক্ষিপ্ত হলেও সে একাকী চলতে ও বাস করতে পারে না। প্রয়োজন বন্ধু বা সংঘের। এমনই এক সমিতির মিলনমেলায় আমাকে একজন বৃদ্ধ জানালেন তিনি দীর্ঘ ৩২ বছর পর পিকনিকে এসে তার একজন বন্ধুকে খুঁজে পেয়েছেন। ফেনী আলিয়া মাদ্রাসায় তারা একসঙ্গে লেখাপড়া করেছিলেন। 

দুই বন্ধুই তখন আবেগ তাড়িত। সারাদিন তারা একসঙ্গে কাটালেন। অতীত স্মৃতিতে হারিয়ে গেলেন। 

একটা সমিতিতে যুক্ত হওয়ার মাধ‍্যমে এমন অসংখ্য বন্ধুকে যেমন খুঁজে পাওয়া যায়, তেমনি আবার নতুন করে পুরনো প্রাণের বন্ধনও হয়ে যেতে পারে।

নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) ফেনী জেলা সমিতি ইউএসএ'র একটি বিশেষ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। সেখানে নতুন সদস্য বৃদ্ধি অভিযান এবং কবরের জায়গা বিক্রিসহ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ব‍্যয়বহুল কবরের জমি কিনতে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। কারো কারো জীবনে অস্থিরতা নেমে আসে। তাই সমিতি একেবারেই স্বল্প মূল্যে বিক্রি করছে এই কবরের জায়গা।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ফেনীর যে কেউই এককালীন বা কিস্তিতে ৮০০ ডলার দিয়ে নিজের বা পরিবারের জন‍্য কবরের জায়গা ক্রয় করতে পারবেন। আর যারা সমিতির সদস্য হতে আগ্রহী, ফরম পূরণ করে তারা যুক্ত হতে পারেন নিজ মাটির শেকড়ের মানুষদের সঙ্গে।

ফেনী জেলা সমিতির পক্ষ থেকে জানানো হয়, সুখে-দু:খে ভালো মন্দে তারা ফেনীর মানুষের পাশে থাকতে চান। তাই তারাও যেন এগিয়ে আসেন।

এ বিষয়ে যোগাযোগের জন্য কয়েকটি নাম্বার নিচে দেওয়া হলো-
রফিকুল ইসলাম পাটোয়ারি, সভাপতি-+19172175040
মানিক চেয়ারম্যান, সেক্রেটারি- +16462441559
মেহেদি হাসান সায়মন, পিকনিক আহ্বায়ক- +19293313565

Share:
Advertisement