১১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’

Published : 20:32, 3 July 2025
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচী ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৫’-এর কার্যক্রম শুরু হচ্ছে ১১ জুলাই।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) রায়হান কবির।
সাংবাদিক সম্মেলন এ লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।
১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল ও কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এই এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। ক্লোজড ক্যাম্পের শেষ দিনে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।
এই ৫ জন প্রতিযোগী আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর জন্য আবেদন করার নিয়ম-
- ১৪ থেকে ১৫ বছর বয়সি স্কুল-কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম ২০১০-২০১১ সালের মধ্যে, তারা জুনিয়র গ্রুপ।
- ১৬ থেকে ১৮ বছর বয়সি স্কুল-কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম ২০০৭-২০০৯ সালের মধ্যে, তারা সিনিয়র গ্রুপ।
প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাইের মধ্যে অনুষ্ঠিত হবে।
১. নিবন্ধন ফি: ১০০/- টাকা (মাত্র একশত টাকা)।
২. নিবন্ধন ফি পাঠাতে হবে- ০১৯১৫-৬৫৩৬০৭ এই বিকাশ নম্বরে।
উল্লেখ্য, গত বছরের মতো এবারের আয়োজনেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে এপেক্স। সে কারণে এই আয়োজনটির নাম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’।
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ আয়োজনে সহযোগিতা করেছে গারডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লি:, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। এই আয়োজনের সঙ্গে আরও যুক্ত আছে- প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, দ্য বিজনিস স্টান্ডার্ড এবং রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ।