New York 18 September 2025

গুজব-ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

গুজব-ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

BDTone Desk

Published : 08:25, 25 March 2025

গুজব-ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। 

সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) তিনি এই কথা বলেন। সেনাপ্রধান আরও জানান, গুজব ও ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে, তবে সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

 সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে। তিনি সকলকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। 

সেনাপ্রধান আরও বলেন, “এমন কিছু করা যাবে না, যাতে উসকানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়,” এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Share: